শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শিক্ষক না থাকায় শিক্ষার্থীরাই নিচ্ছে ক্লাস

প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:৩০ পিএম, ৯ আগস্ট, ২০১৬

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা

ময়মনসিংহের ফুলপুর উপজেলার পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে শিক্ষার্থীরাই করছে শিক্ষকতা। জানা যায়, এক বছর আগে বিদ্যালয়ের ৫ জন শিক্ষকের মাঝে প্রধান শিক্ষকসহ ২ জন অবসর প্রাপ্ত হন। সহকারী শিক্ষিকা ছফুরা খাতুন প্রশিক্ষণে ও শাজাহান কবির বদলি হয়ে অন্যত্র চলে যান। এতে বিদ্যালয়ে থাকা একমাত্র সহকারী শিক্ষিকা শিউলী আক্তারকে দিয়ে চলছে ৩৩৫ জন শিক্ষার্থীর পাঠদানসহ বিদ্যালয় পরিচলনার কাজ। ফলে পাঠদানসহ বিদ্যালয়ের সার্বিক কর্মকা-ে বিঘিœœত হচ্ছে। শিক্ষিকা অফিসিয়াল কাজে ফুলপুর চলে আসলে অনেক সময় বিদ্যালয়টি শিক্ষক শূন্য থাকে। শিক্ষক সংকটে পঞ্চম শ্রেণির ছাত্র নিচ্ছে পঞ্চম ও চতুর্থ শ্রেণির ক্লাশ। এছাড়া অন্য ক্লাশের ছাত্ররা নিচ্ছে নিচের শ্রেণির ক্লাশগুলো। এভাবেই চলছে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা শিউলী আক্তার জানান, অফিসের কাগজপত্রের কাজসহ পাঠদান সবই একা করতে হয়। একা বিদ্যালয়ের সবক’টি ক্লাশ নেয়া সম্ভব নয়। তাই বাধ্য হয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সালমা আক্তারকে দিয়ে নেয়া হয় চতুর্থ শ্রেণির ক্লাশ, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিপা আক্তার, লিখন, পাভেল ও কনিকাকে দিয়ে নেয়া হয় তৃতীয় শ্রেণিসহ অন্যান্য শ্রেণির ক্লাশগুলো। শিক্ষার্থী রুবাইদ, কনিকা, অর্পিতা ও শামছুন্নাহার জানান, শিক্ষক না থাকায় আমাদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুছ ছালাম জানান, প্রতি সপ্তাহেই উপজেলা শিক্ষা কর্মকর্তাকে শিক্ষক নিয়োগ দেয়ার জন্য বলা হলেও কাজ হচ্ছে না। উপজেলা শিক্ষা কর্মকর্তা নীলুফার হাকিম জানান, আদালতের নির্দেশে প্রধান শিক্ষক নিয়োগ স্থগিত রয়েছে। বিদ্যালয়টিতে সহকারী শিক্ষক নিয়োগ দিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রতিবেদন দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Shohedul Islam ১০ আগস্ট, ২০১৬, ১০:৫৯ এএম says : 0
ডিজিটাল দেশ
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন