আরিচা সংবাদদাতা
শিবালয় সদর উদ্দিন ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের অনার্স ২য় বর্ষের মেধাবী ছাত্রী নুরজাহান আক্তার (মলি) হত্যাকারীর বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকবৃন্দ। গতকাল মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে শিবালয় সদর উদ্দিন ডিগ্রী কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী ও অভিভাবকবৃন্দ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রভাষক ড. উত্তম কুমার সরকার, অভিভাবক গোফুর মোল্লা, শিক্ষার্থী মঙ্গল শিকদার ও নন্দিনি পাল প্রমুখ। এ সময় মলির হত্যাকারী কবিরাজ আওলাদ হোসেনের ফাঁসির দাবি জানান বক্তারা। মেধাবী কলেজছাত্রী মলি হত্যাকারীর ফাঁসির দাবিতে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বোয়ালী হাসপাতাল মোড় প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে ফিরে আসে। উল্লেখ্য, গত শনিবার রাতে দশচিড়া গ্রামের কবিরাজ আওলাদ হোসেন জোরপূর্বক ধর্ষণ করে মলিকে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে লোকলজ্জায় শিবালয় সদর উদ্দিন ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের ২ বর্ষের মেধাবী ছাত্রী নুরজাহান আক্তার মলি অত্মহত্যা করে।
এ ব্যাপারে গত রোববার মলির পিতা বাদী হয়ে ধর্ষক আওলাদ হোসেনকে অভিযুক্ত করে শিবালয় থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন