গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
গফরগাঁও পৌর শহরে ছিনতাইকারীর হাতে প্রাণ দিতে হলো এক অটোচালককে। প্রকাশ্যে ঐ অটোচালককে হত্যার পর পালিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। জানা গেছে, সোমবার সাপ্তাহিক সালটিয়া বাজারের গো-হাটা মাঠে (ফেডারেশন মাঠ) অটোচালক মো. জাহিদ হোসেন (২৪) যাত্রীর জন্য অপেক্ষা করছিল। এ সময় একদল ছিনতাইকারী তার সাথে থাকা নগদ সাড়ে ৮ হাজার টাকা ও মোবাইল ফোন কেড়ে নিতে চাইলে ছিনতাইকারীদের সাথে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা জাহিদের বুকের ডান দিকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বারবাড়িয়া ইউনিয়নের মাইজহাটি (আবদল্লাহ) বাজার নামক স্থানে তার মৃত্যু হয়। নিহত জাহিদ গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের সুর্বণপুর গ্রামের মো. আবদুল মোতালেবের ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য গতকাল মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গফরগাঁও থানার ওসি মো. মাহাবুবুল আলম জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন