শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আসামি করায় প্রতিবাদ

বোয়ালমারী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের সোনানগর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে হায়াত আলী নিহতের ঘটনায় পাশের আলফাডাঙ্গার উথলী গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনকে মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। জাহাঙ্গীর হোসেন আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি।
গতকাল রোববার সকাল ১১টায় বোয়ালমারী উপজেলা পরিষদের সামনে স্টেশন রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বানা ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাদী হুমায়ন কবির বাবু, ৩ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর শেখ, ওয়ার্ড যুবলীগ সভাপতি হেলাল মোল্যা, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আদু মোল্যাসহ শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করে।
এ সময় বক্তারা জাহাঙ্গীর হোসেনকে হায়াত আলী হত্যা মামলায় আসামি করায় ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানান। তারা জাহাঙ্গীর হোসেনকে হত্যা মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানান।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ওই গ্রামে সংঘর্ষের পরদিন ৮ সেপ্টেম্বর হায়াত আলী চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। এ ঘটনায় নিহতের নিহতের চাচা আজিম উদ্দিন শেখ বাদি হয়ে ৯ সেপ্টেম্বর ১১ জনকে আসামি করে বোয়ালমারী থানায় হত্যা মামলা করেন। তার দুইদিন পর বাদি পুনরায় জাহাঙ্গীর হোসেনসহ আরও ৫ জনকে হত্যা মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য আরেকটি লিখিত থানায় জমা দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন