যশোর ব্যুরো
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎবার্ষিকীকে সামনে রেখে গত রোববার দুপুরে যশোর সরকারি এমএম কলেজে আলোচনা ও স্মরণ সভা করেছে এমএম কলেজ ছাত্রলীগ। এমএম কলেজ ছাত্রলীগ সভাপতি রওশন ইকবাল শাহীর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার। অন্যান্যের মধ্যে আলোচনা করেন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন, অ্যাড. আলী রায়হান, জেলা দফতর সম্পাদক মাহমুদ হাসান বিপু, মীর জহুর আহমেদ, জেলা ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। অপরদিকে, শহরের হাসপাতাল মোড়ে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী এক সমাবেশ হয়। তাতে শাহিন চাকলাদার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন