মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীন-রাশিয়া থেকে অস্ত্র কেনার ঘোষণা ইরানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম

পারমাণবিক চুক্তির কারণে তেহরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেছে। তবুও ইউরোপ থেকে কোনও অস্ত্র কিনবে না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ জানিয়েছেন, রাশিয়া আর চীন থেকে কিনে দেশের অস্ত্রের চাহিদা মেটানো সম্ভব। ইরানের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা জানান তিনি। প্রসঙ্গত ইরানের কাছে অস্ত্র বিক্রিতে জাতিসংঘের আরোপিত একটি নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১৮ অক্টোবর শেষ হতে যাচ্ছে। এদিকে তেহরানের ওপর সব ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে চাপ প্রয়োগ করলেও তাতে সাড়া দিচ্ছে না আন্তর্জাতিক সম্প্রদায়। বিশেষ করে চুক্তির অন্যতম অংশীদার ইউরোপীয় ইউনিয়ন বলেছে, একতরফাভাবে পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর এই চুক্তি নিয়ে ওয়াশিংটনের কিছু বলা উচিত না। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরও পর ইরানের কাছে অস্ত্র বিক্রি ঠেকাতে প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপের তিন দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরও ইউরোপের এমন কৌশলে তেহরানের অবস্থান স্পষ্ট করে এক প্রতিক্রিয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেন, ‘যেসব দেশের সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্ক রয়েছে সেসব দেশের কাছ থেকে অস্ত্র কিনেই আমরা প্রয়োজন মেটাতে পারবো, যেমন রাশিয়া ও চীন।’ পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
মোঃ তোফায়েল হোসেন ২২ সেপ্টেম্বর, ২০২০, ৫:৪৯ এএম says : 0
চীন-রাশিয়া থেকে ইরান অস্ত্র কিনবে এটাই স্বাভাবিক। কারণ দুটোই মার্কিন বিরোধী পরাশক্তি।
Total Reply(0)
নাসিম ২২ সেপ্টেম্বর, ২০২০, ৫:৪৯ এএম says : 0
হুম, আমেরিকার গায়ে আরও জ্বালা ধরবে।
Total Reply(0)
নীল আকাশ ২২ সেপ্টেম্বর, ২০২০, ৫:৪৯ এএম says : 0
একটা দেশ কোথা থেকে অস্ত্র কিনবে এটা তাদের নিজস্ব ব্যাপার।
Total Reply(0)
রাজিব ২২ সেপ্টেম্বর, ২০২০, ৫:৫০ এএম says : 0
অস্ত্র না কিনে মানুষের জীবন বাঁচাতে প্রয়োজন হয় এমন জিনিস কেনা হোক।
Total Reply(0)
মামুন ২২ সেপ্টেম্বর, ২০২০, ৮:০৬ এএম says : 0
খুব ভালো খবর
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন