হোসেনপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা
কিশোরগঞ্জের হোসেনপুরে বিষাক্ত পদার্থ দিয়ে পাকানো হচ্ছে ফল ও কলা। রাতে যে কলা ও ফল কাঁচা সকলে তা টসটসে পাকা। পৌর শহরসহ বিভিন্ন হাট বাজারে কৃত্রিমভাবে পাকানো হচ্ছে বিভিন্ন ধরনের ফল ও কলা। এসব দেখে বুঝার কোন উপায় নেই। বিষাক্ত পদার্থ দিয়ে পাকানো কলা ও ফল খেয়ে পেটের পীড়াসহ বিভিন্ন কঠিন ও জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। জানা যায়, হোসেনপুর উপজেলার এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা অতি লাভের আশায় মানুষের জীবন বিনাশী এ কাজে লিপ্ত হলেও উপজেলা প্রশাসন এদের বিরুদ্ধে নিচ্ছে না আইনানুগ কোন কার্যকর ব্যবস্থা। অসাধু ব্যবসায়ীরা কম দামে কাঁচা কলা ও ফল কিনে রাতারাতি কার্বাইড নামক বিষাক্ত পদার্থ দিয়ে কলা ও ফল পাকিয়ে বাজারজাত করে আসছে প্রশাসনের নাকের ডগায়। রাতে কলাসহ যে ফল কাঁচা সকালে তা ম্যাজিকের মত পাক হয়ে বাজারে আসছে। আর এ কাজটি অহরহ চলছে পুলিশ ও প্রশাসনের জ্ঞাত সারেই। জানা যায়, কার্বাইড এমন এক বস্তু যা কিনা বাতাসের সংস্পর্শে এলে তৈরী হয় অ্যাসিটিলম গ্যাস। যা লোহা কাটার জন্য গ্যাস কাটার লাগিয়ে ব্যবহৃত হয়। অ্যাসিটিলম গ্যাসের তাপ প্রচ- বেশী। আর কার্বাইডের মাধ্যমে এ উত্তাপেই পাকানো হয় কলাসহ বিভিন্ন ফল। এসব মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এমন বক্তব্য দিয়েছেন স্থানীয় চিকিৎসকরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন