চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা
বন্যায় চলনবিলের সাড়ে সাতশ গ্রামের দুই সহ¯্রাধিক পুকুরের পাড় ধসে চাষকৃত শত কোটি টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে। সর্বস্বান্ত হয়ে পথে বসেছে পরিবারগুলো। ভারী বর্ষণ আর উজান থেকে আসা পানিতে চলনবিল ফুলে ফেঁপে ওঠায় মৎস্য চাষিরা পথে বসেছে। মৎস্য বিভাগ ও মৎস্য চাষিদের সঙ্গে আলাপ করে জানা যায়, চলনবিলের ৯ উপজেলায় নতুন পুরনো প্রায় ৩০ হাজার পুকুর রয়েছে। সরকারি-বেসরকারি এসব পুকুর তিন বিঘা থেকে ২০ বিঘা এবং ৪৫ বিঘা পর্যন্ত জলাশয় পুকুর রয়েছে। ২০০৪ এবং ২০০৭ সালের পর এবারই বড় বন্যা হয়েছে। ভারী বর্ষণ আর উজান থেকে আসা পানি যমুনা, আত্রাই, মহানন্দ, পুরানো যমুনাসহ বিভিন্ন নাল খাল দিয়ে ভারতীয় পানি চলনবিলে প্রবেশ করে। এছাড়া ভারী বর্ষণ পানি বৃদ্ধিতে সাহায্য করে। মৎস্য চাষিদের কিছু বুঝে ওঠার আগেই পানির গভীরতা বৃদ্ধি পায় এবং পুকুর পাড়ের চাপবৃদ্ধি পেয়ে পাড় ধসে প্রবল কেগে পুকুরে পানি প্রবেশ করায় মাছ রক্ষা করা যায়নি। মৎস্য চাষিরা জানান, ভেসে যাওয়া মাছের মূল্য আনুমানিক ২০ কোটি টাকার উপরে। কিন্তু ৩ মাস পরে এ মাসের মূল্য দাঁড়াত ১০০ কোটি টাকার ওপর। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, উপজেলায় ২১৫টি পুকুর সম্পূর্ণ তলিয়ে গেছে যাতে মাছ ছিল ১২৫ মেট্রিক টন এবং পোনা ভেসে গেছে ২৫ মেট্রিক টন। আরো দুই শতাধিক পুকুর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। চলনবিলের সিংড়া উপজেলায় সরকারি ও বেসরকারি পুকুর সংখ্যা ৫ হাজার ৪৬৫টি। এর মধ্যে ৫০০ পুকুরের পাড় ডুবে যাওয়ায় ৫০০ মেট্রিক টন মাছ ভেসে গেছে। পোনা মাছ ভেসে গেছে কমপক্ষে ৫০ মেট্রিক টন। এছাড়া ওই উপজেলায় আরো ৭ শতাধিক পুকুর বন্যায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন