শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পিস্তল ও গুলিসহ দুই যুবক আটক

প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১১০ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আটককৃত অস্ত্রব্যবসায়ীরা হলোÑ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের আমতলা গ্রামের আশিমুদ্দিনের ছেলে কাবিল ও টাঙ্গাইলের ভুয়াপুর চরসশুয়া গ্রামের আব্দুর রশিদ ম-লের ছেলে আসাদুল ইসলাম। মঙ্গলবার রাতে অস্ত্র কেনাবেচার সময় পৌর এলাকার লাকীর মোড় থেকে তাদের আটক করা হয়। শিবগঞ্জ থানার ওসি রমজান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাফিজ ও এসআই মাহফুজের নেতৃত্বে পুলিশের একটি দল লাকির মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১১০ রাউন্ড গুলিসহ কাবিল ও আসাদুল ইসলামকে আটক করা হয়। ওসি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত এবং দেশের বিভিন্ন স্থানে অস্ত্র সরবরাহ করত। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন