শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ককটেলসহ ২ মোটরসাইকেল আরোহী আটক

প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা

কুমিল্লার চৌদ্দগ্রামে ৪টি ককটেলসহ দুই মোটরসাইকেল আরোহীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আটককৃতরা হলো- ফেনী সদর উপজেলার শর্শদী এলাকার গজারিকান্দি গ্রামের আবদুল জলিলের ছেলে আবদুর রহিম (২৩) ও একই গ্রামের মৃত মোস্তফা কামালের ছেলে শাখাওয়াত হোসেন তুষার (২১)। কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সুজন মজুমদার জানান, উপজেলার গুনবতী-আকদিয়া সড়কে মঙ্গলবার রাতে নিয়মিত টহল চলাকালে একটি মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে আটক করি। পরে মোটরসাইকেলে পেচানো অবস্থায় চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল জানান, আটককৃতরা জামায়াত-শিবিরের রাজনীতির সাথে জড়িত। নাশকতামূলক কর্মকা-ের জন্য তারা এসেছিল। আমরা সতর্ক থাকায় বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন