ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা
জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র শাখা নদে অষ্টমি তলায় তিন বন্ধু মাছ মারতে গিয়ে একজনের সলিলসমাধি হয়েছে। জানা গেছে, মঙ্গলবার রাতে পৌর শহরের নটারকান্দা গ্রামের বুইদের ছেলে আলমাস আলী (৩০) ভোগা আলো জ্বালিয়ে মাছ মারতে যায়। মাছ মেরে বাড়ি ফেরার পথে খালে পানি কম থাকায় সাঁতার দিয়ে এই পাড়ে ভিড়তে ছিল। হঠাৎ অন্য বন্ধুরা পাড়ে উঠে পেছনে ফিরে দেখতে আলমাসকে না পেয়ে অতঙ্কিত হয়ে পড়ে। পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সারা রাত খুঁজতে থাকে। গতকাল বুধবার সকাল ৭টায় খালে আলমাস আলীর লাশ ভেসে উঠলে উদ্ধার করা হয়। উল্লেখ্য, যে বিগত দিনেও ওই খালে এমনিভাবে অনেকেরই মৃত্যু হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন