শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সান্তাহারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম

বগুড়ার সান্তাহারে ব্যাংক এশিয়া’র এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়। গতকাল শনিবার বেলা ১১টায় শহরের উপহার টাওয়ারের সামনে হক মার্কেটের দ্বিতীয় তলায় স্থানীয় মো. মিজানুর রহমানের উদ্যোগে এ শাখার উদ্বোধন করা হয়।

আদমদীঘি-দুপঁচাচিয়া এলাকার সাবেক গর্ভনর আলহাজ কছিম উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার ডেপুটি জেনারেল পোস্ট মাস্টার মো. আনোয়ার হোসেন। এ ছাড়া বগুড়ার পশ্চিম উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম, সান্তাহার পোস্ট মাস্টার মো. আলী আকবর, ব্যাংক এশিয়া এজেন্ট শাখা বগুড়ার টিম-লিডার মো. সাইয়েদুল ইসলামসহ আমন্ত্রিত মেহমান ও উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে প্রধান অতিথি ফিতা কেটে শাখার উদ্বোধন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন