পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর মিঠাখালী গ্রামে পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে কাওসার আকন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। নিহত কাওসার উত্তর মিঠাখালী গ্রামের রুহুল আমিন আকনের মেঝ ছেলে।
জানা যায়, গত শুক্রবার সকালে কাওসার ও তার বাবা বাড়ির সামনে গাছের পরিচর্যা করছিলেন। এ সময় রাস্তা সংলগ্ন বাগানের মধ্যে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকতে দেখে হাত দিয়ে সরাতে যায়। এসময়ে কাওসার বিদ্যুতায়িত হয়ে ছিটকে পরে।
পরে পল্লী বিদ্যুতের কর্মী ও স্থানীয়রা মিলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মঠবাড়িয়া পল্লী বিদ্যুতের (এজিএম) মো. খায়রুল আলম বলেন, তাড়টি ছিঁড়ে পড়ার খবর পেয়ে আমাদের লাইনম্যান পাঠানো হয়েছিল। তবে তারা পৌছানের আগেই এ দুর্ঘটনা ঘটে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন