শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাকে খুঁজে পেলেন আল-আমিন

১৫ বছর পর

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

বাগেরহাট থেকে ১৫ বছর আগে হারিয়ে যাওয়া মমতাময়ী মাকে সাতক্ষীরায় খুঁজে পেলেন ছেলে আল-আমিন। বরযাত্রীতে গিয়ে কনের বাড়ির এলাকায় ছেলেকে পেয়ে বুকে জড়িয়ে ধরেন মা আবেদা বেগম (৬৮)। আবেগ জড়ানো ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকালে শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামে।
চাঁদনীমুখা বাজারে গিয়ে আলামিন লোকমুখে শুনতে পান গত দুই বছর ধরে সেখানকার বাজারে পরহেজগার এক মানসিক ভারসাম্যহীন নারী থাকেন। বাজারের মানুষ যা ভিক্ষা দেন, তা দিয়েই চলে যায় তার দিন। খবর পেয়েই ওই নারীর কাছে ছুটে যান ছেলে আল আমিন। এ সময় ছেলের পরিচয় দেওয়ার দরকার হয়নি। ছেলের মুখ দেখেই দু’চোখ দিয়ে পানি ঝরতে থাকে মমতাময়ী মায়ের। ছেলেকে বুকে জড়িয়ে ধরেন। নাম ধরে ডাকও দেন। ছেলেও হাউমাউ করে কেঁদে ওঠেন।
বাগেরহাট জেলার মংলা থানার জিরোধারাবাজি এলাকার ঘরখোল গ্রামের আলামিন সাংবাদিকসহ স্থানীয়দের জানান, তারা চার ভাই ও দুই বোন। তাদের মা গত ১৫ বছর আগে ব্রেনের সমস্যা নিয়ে অসুস্থ হয়ে পড়েন। সব কিছু মনে রাখতে পারেন না। ঝড় বৃষ্টির এক রাতে মা আবেদা বেগম বাড়ি থেকে বের হয়ে যান। এলাকায় মাইকিং, থানায় জিডি, পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশসহ বহু স্থানে মাকে খোঁজা হয়। কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি। তবে বিশ্বাস ছিল তার মা বেঁচে আছেন। তাই কোথাও গেলে সব কাজের ফাঁকে মাকে একটু খুঁজে দেখাটা যেন অভ্যাসে পরিণত হয়েছিল তার।
গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম জানান, পথ ভুলে এলাকায় আসা মানসিক ভারসাম্যহীন মা-কে তার সন্তানেরা খুঁজে পেয়েছে। সন্তানদের কাছে পেয়ে মা-ও যেমন খুশি তেমনি গাবুরাবাসীও খুশি। ছেলের সাথে মাকে তার নিজ ঠিকানায় পাঠিয়ে দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন