শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাঝ আকাশে চাকায় ফাটল, ৭২ যাত্রী নিয়ে ঢাকায় নিরাপদে অবতরণ করলো বিমান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৩, ১২:৫৫ পিএম

কলকাতা থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের চাকায় ফাটল দেখা দিয়েছে। উড্ডয়নের কিছু সময় পর মাঝ আকাশে বিমানটির চাকা ফেটে যায়। তবে সোমবার (৬ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে বিমানটি। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, সোমবার সকাল ৮টা ৩৫ মিনিটে বিজি ৩৯২ ফ্লাইটটি কলকাতা থেকে যাত্রা শুরু করে। উড্ডয়নের সময়ই চাকা ফেটে যাওয়ার বিষয়টি ক্যাপ্টেন বুঝতে পারেন। বিষয়টি জানার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়। তবে পাইলটের দক্ষতায় ৭২ যাত্রী এবং ৫ জন ক্রু নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন