বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা
ঢাকার কমলাপুরে রেলগাড়ী পোড়ানোর নাশকতা মামলায় বেতাগীতে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। জানা গেছে, উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের দক্ষিণ করুণা গ্রামের আব্দুস সালাম সিকদারের পুত্র একাধিক মামলার আসামী সাইদুর রহমান সিমন (৩২)’র বিরুদ্ধে ঢাকার কমলাপুরে রেলগাড়ী পোড়ানোর নাশকতার অভিযোগে রেলওয়ে পুলিশ বিশেষ ট্রাইবুনালে একটি মামলা দায়ের করে। গত সোমবার (৮ আগস্ট) বিকেলে বেতাগী থানার এসআই আব্দুল জলিলের নেতৃতে কাউনিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত মঙ্গলবার সকালে তাকে বরগুনা জেলহাজতে প্রেরণ করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন