হোসেনপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা
কিশোরগঞ্জের হোসেনপুরে শিশু শ্রমিকের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ উপজেলার অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। তাই এলাকার সর্বত্র শিশু শ্রমিকের আধিক্য চোখে পড়ছে। দরিদ্রের কষাঘাতে জর্জরিত হয়ে হাজারও পিতা-মাতা তাদের সন্তানকে শিশু শ্রমে নিয়োজিত করে চলছে। দরিদ্র পিতা-মাতা অভাবের তারনায় মানবাধিকার লংঘন করে তাদের শিশু সন্তানদের হোটেল, রেস্তোরাঁ, ইটের ভাটা, চায়ের দোকান, ফার্নিচার কারখানা, গার্মেন্টস, মুদি দোকান, টেম্পোর হেল্পার প্রভৃতি ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের অবাধ নিয়োগ বেড়েই চলছে। ৬ থেকে ১০-১১ বছরের শিশুরা প্রাথমিক বিদ্যায়ের লেখাপড়া বাদ দিয়ে অভিভাবকের উৎসাহে অর্থোপর্জনে নিয়োজিত হচ্ছে। বিড়ি, সিগারেট, গাঁজা ও জর্দার মত নেশায় এসব শিশু-কিশোররা আসক্ত হচ্ছে। দরিদ্রকে জয় করতে তারা নিরন্তর হাড়ভাঙ্গা খাটুনি খাটছে। আর পাঠশালায় দিলেও সবায় শিক্ষার বিনিময় খাদ্যও উপবৃত্তি পায় না। বিভিন্ন ফ্যাক্টরিগুলোর গেইটে ১৮ বছরের নিচে কাউকে চাকরি দেবার ব্যবস্থা নেই। এসব সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হলেও তা মানা হচ্ছে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন