শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

অভয়নগরে ভৈরব নদ বাঁচাতে ঘাট শ্রমিকদের ধর্মঘট

অফিস ঘেরাও ও স্মারকলিপি পেশ

অভয়নগর (যশোর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম

যশোরের অভয়নগরে ভৈরব নদে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত করার দাবিতে নওয়াপাড়ার ঘাট শ্রমিকরা লোড-আনলোডের কাজ বন্ধ রেখে বিআইডব্লিউটিএর অফিস ঘেরাও শেষে স্মারকলিপি পেশ করেছেন। গত সোমবার সকাল থেকে শুরু করে অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ডাকে শ্রমিকরা এসব কর্মসূচি পালন করেন। বিকালে বিক্ষুদ্ধ ঘাট শ্রমিকরা নওয়াপাড়া নদীবন্দর টার্মিনাল ভবনের সামনে অফিস ঘেরাও করে সমাবেশ শেষে নেতৃবৃন্দরা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি পেশ করেছেন। ঘেরাও কর্মসূচি চলাকালে অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ কামরুল ইসলাম সরদার, সাবেক সাধারণ সম্পাদক ইকরাম ফারাজী, শ্রমিক নেতা বেলাল হোসেন, নূর ইসলাম খান, নিয়ামুল হক রিকো প্রমুখ। বক্তারা বলেন, আগামী সাত কার্যদিবসের মধ্যে ভৈরব নদে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নদ দখল করে নির্মিত জেটি ও লংবুম অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার মাধ্যমে নওয়াপাড়াকে অচল করার হুমকি প্রদান করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন