শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালামের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে নয়ালাভাঙ্গা ইউনিয়ন আ.লীগের উদ্যোগে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আ.লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এড. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, শিবগঞ্জ পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা কারিবুল হক রাজিন, ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু, আবদুর রহমান এডু, মামুন অর রশিদসহ অন্যরা। মানববন্ধনে আটককৃত আবদুস সালামের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন- আ.লীগ নেতা আবদুস সালামের নিঃশর্ত মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে সালামকে মুক্ত করা হবে। উল্লেখ্য, নয়ালাভাঙ্গা ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালামকে গেল ৬ আগস্ট রানীহাটি কলেজ মোড় থেকে আটক করে নিয়ে যায় র্যাব। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদ- ও সদর মডেল থানার বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন