শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কৃষকের মাঝে ফলদ চারা ও কলম বিতরণ

প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যেগে গতকাল শুক্রবার দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে রামগড় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ফলদ চারা ও কলম বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে ফলদ চারা ও কলম বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু। এ সময় আরো উপস্থিত ছিলেন রামগড় হটিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ মো. মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা আ.লীগের আহ্বায়ক ও রামগড় ইউপি চেয়ারম্যান শাহ আলম, পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, উপজেলা কৃষি কর্মকর্তা নাছির উদ্দিন চৌধুরী, যুবলীগ সাধারণ সম্পাদক বিশ্ব প্রদীপ ত্রিপুরা, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কামালসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, পৌর কাউন্সিলরগণ, ইউপি মেম্বারগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কৃষক-কৃষাণী, স্থানীয় সাংবাদিক প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন