অভ্যন্তরীণ ডেস্ক
খুলনা জেলার কয়রা উপজেলার অন্তাবুনিয়া গ্রামের হতদরিদ্র পরিবারের মরহুম মহররম মোল্যার স্ত্রী সখিনা খাতুন (৪৫) জটিল মেরুদ-ের হাড়ের রোগে ভুগছেন। স্থানীয় হাসপাতালের ডাক্তারগণ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, সখিনা খাতুন জটিল মেরুদ-ের হাড়ের রোগে আক্রান্ত। তার হাড় ফাঁকা। তার উন্নত চিকিৎসা জরুরি। এতে ২/৩ লাখ টাকার প্রয়োজন। সখিনা খাতুনের মেয়ে শাহানারা খাতুন বলেন, ‘আমার দরিদ্র দিনমজুর পিতা ১০ বছর পূর্বে মারা যাওয়ার পর মা-ই আমাদের ভরসা। আমাদের কোন ভাই নেই, আমরা ৫ বোন। আমাদের ভরণ-পোষণ করতে মা পরের বাড়িতে ঝিয়ের কাজ নেয়। ২/৩ বাড়িতে কাজ করতে করতে মায়ের মেরুদ-ের হাড় ফাঁকা হয়ে যায়। আমাদের মায়ের চিকিৎসা ব্যয় বহন করার মত সম্পদ নেই। তাই বাধ্য হয়েই মায়ের চিকিৎসায় মাননীয় প্রধানমন্ত্রীসহ সমাজের হৃদয়বান, দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট সাহায্যের আবেদন জানিয়েছি।
সাহায্য পাঠানোর ঠিকানা-
শাহানারা খাতুন
পিতা : মৃত মহররম মোল্যা
গ্রাম+ডাক : অন্তাবুনিয়া
থানা : কয়রা, জেলা : খুলনা।
মোবাইল : ০১৯১৯৪০৮২৮১ (বিকাশ)
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন