শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদের চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২০, ২:১৮ পিএম

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদের চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে জেলার অনলাইন অ্যাক্টিভিস্টরা।

প্রায় একঘণ্টা ধরে চলা মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইন, স্পর্শ, বেটার চাঁপাইনবাবগঞ্জসহ বেশ কয়েকটি অনলাইন প্লাটফরম ও ফেসবুক গ্রুপের সদস্য এবং স্থানীয় সুধিজনরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন আরিফ রেজা, ফাইজার রহমান কনক, মেহনাজ অ্যানি, শারমিন নাহার নিশাসহ অন্যরা। এ সময় বক্তারা বলেন, বিচারহীনতার কারণেই দেশে বাড়ছে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা। ধর্ষণকারী বা নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা গেলে অন্যরা এ ধরণের অপরাধের সাহস পেতনা। বক্তারা, সিলেটে নববধূ ধর্ষণ, নোয়াখালির বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনসহ সব ধর্ষণ ও নির্যাতনকারীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন