শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ধামরাইয়ে ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

ধামরাই(ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২০, ৩:৩৫ পিএম

ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে ঢাকার ধামরাইয়ে মানববন্ধনসহ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বেলা ১২টার দিকে বেসরকারি সামাজিক সংগঠন রক্ত সৈনিক ধামরাই এর আয়োজনে পৌর শহরের থানা বাসস্ট্যান্ডে ধামরাই প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়।

রক্ত সৈনিক সংগঠনের সভাপতি নাহিদ হোসেনের সভাপতিত্বে ও জাহিদ হাসানের সঞ্চালনায় মানববন্ধন কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।
এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে সংগঠনের সভাপতি নাহিদ হোসেনসহ বক্তারা নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র ও নির্যাতন করাসহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সকল ধর্ষণের প্রতিবাদ জানান। এ সময় অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবি করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন