হোসেনপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বাল্যবিয়ে দেওয়ার অপরাধে গত বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত কনের ভাই রুহুল আমীন, চাচা মো. জামাল উদ্দিন ও ভগ্নিপতি মো. ইদ্রিস আলী জরিমানা করেছেন। হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন জানান, রামপুর মহিলা মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী ইয়াছমিন এর সাথে একই উপজেলার সাহেদল ইউনিয়নের ডাহুরা গ্রামের তমির উদ্দিনের ছেলে সৃজন মিয়া (২৭) এর বিবাহের দিন ধার্য করা হয়। বিয়ের আসরে রান্না বান্নার প্রস্তুতি চলছিল, সে মুহূর্তে কনের বাড়িতে তিনি হাজির হয়ে বিয়ে ভেঙ্গে দেন এবং তাদের কাছ থেকে বিয়ে না দেওয়ার মুছলেকা নেয়াসহ জরিমানা আদায় করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন