টাঙ্গাইল জেলা সংবাদদাতা
টাঙ্গাইল জেলার চলমান উন্নয়ন কর্মকা- বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসান। গতকাল শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ ও সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভায় জেলা ও উপজেলার বিভিন্ন সমস্যা ও চলমান উন্নয়ন কর্মকা-ের অগ্রগতি ও করণীয় সমন্ধে আলোচনা করা হয়। পরে প্রধান অতিথি প্রধানমন্ত্রী একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসান দিক-নিদের্শনামূলক বক্তব্য রাখেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন