শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সুন্দরগঞ্জে ইউপির সদস্য নির্বাচনে জমে উঠেছে প্রচারণা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২০, ১২:৪৮ পিএম | আপডেট : ১২:৪৯ পিএম, ৮ অক্টোবর, ২০২০

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের (নিজামখাঁ) সাধারণ সদস্য পদে উপ নির্বাচনে জমে উঠেছে প্রচারণা। গুড়ি-গুড়ি ও ভারী বর্ষন উপেক্ষা করে প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রার্থীরা সবাই খুব ভাল মানুষ হিসেবে ভোটারদের কাছে প্রকাশ করছেন। ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের আর মাত্র বাকী আছে ৫/৬ মাস। তাই এ উপ নির্বাচনে বিজয়ী হতে পারলে পরবর্তী সাধারণ নির্বাচনেও বিজয়ের সম্ভাবনা বেশী থাকায় প্রার্থীরা মাঠে নেমেছেন কোমর বেঁধে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের কাছে দোয়া ও ভোট চাচ্ছেন তারা। প্রার্থীদের স্ত্রী, ছেলে ও মেয়েরাও নেমেছেন ভোটের মাঠে। ইতোমধ্যেই স্ব-স্ব প্রতীক নিয়ে প্রার্থীরা মোটর সাইকেলের শো-ডাউন করেছেন। তবে ভ্যানগাড়ী প্রতীকের প্রার্থী ভ্যানগাড়ী দিয়েই করেছেন শো-ডাউন। কিন্তু অনেক ভোটারের মাঝে কোন সাড়া নেই। ঘোষিত তফশীল অনুসারে মনোনয়ন পত্র দাখিলের পর যাচাই-বাছাইয়ে ৬ প্রার্থীর সবার মনোনয়ন বৈধ হলে গত ৪ অক্টোবর প্রতীক বরাদ্দ দেয়া হয়। এ ৬ প্রার্থী হচ্ছেন আব্দুর রসিদ (মোরগ), মোঃ আতাউর রহমান (আপেল), মোঃ মাহতাব উদ্দিন বসুনিয়া (ফুটবল), মোঃ রাজু মিয়া (তালা), মোঃ সহিদুর রহমান বসুনিয়া (ভ্যানগাড়ী) ও শচীন্দ্র নাথ বর্মন (টিউবওয়েল)। এদের মধ্যে সাবেক ইউপি সদস্য আতাউর রহমান ছাড়া বাকী সবাই নতুন প্রার্থী। অসুস্থতাজনিত কারণে ওয়ার্ড সদস্য মোজাফ্ফর রহমান বসুনিয়ার মৃত্যু হলে সাধারণ সদস্য পদটি শুন্য হয়। আগামী ২০ অক্টোবর সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৩২ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন