গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা বিরোধের জের ধরে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বুধবার সন্দ্যায় উপজেলার দক্ষিণ হিরণে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার পুলিশ জানায় জমিজমা বিরোধের জের ধরে হিরণ গ্রামে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আহতরা হলের খুশীদা বেগম (৪০), তরিকুল সিকদার(২৭), আশরাফুল মুন্সী(১৭), ইউসুব মুন্সী(৫০), রেজাউল সিকদার(১৭), লিটু মুন্সী(৪০), দাউদ মুন্সী(৩৮), আব্দুল্লাহ মুন্সী(২৫), রফিক মুন্সী(৪৫), মিরাজ মুন্সী(৪০) ও শাহিন সিকদার (৪৫)।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। দাউদের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন