শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সীমানা বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১ আহত ২০

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা

পাবনরা সাঁথিয়া উপজেলায় করমজা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণা করার পর সীমানা সংক্রান্ত বিরোধপূর্ণ নির্বাচনী এলাকায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক মহিলা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আন্তত ২০ জন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ওই উপজেলার নদীসুখ ও আরফা ভ্যাদা গ্রামে দুই মেম্বার প্রার্থী লোকমান হোসেন (নদীসুখ গ্রাম) ও তোরাব আলী (আরফা ভ্যাদা গ্রাম) সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। উপজেলার করমজা ইউনিয়নের এই দুইটি গ্রামের এলাকা নিয়ে নির্বাচনী বিরোধ রয়েছে। নদীসুখ গ্রামে উভয় প্রার্থীর সমর্থকরা ব্যানার, পোস্টার লাগাতে গেলে উভয় পক্ষের প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বেলা খাতুন নামে এক মহিলা গুরুতর আহত হয়। গুরুতর আহতাবস্থায় তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এছাড়াও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরায় সংঘর্ষের আশংকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দীন। ওসি আরও জানান, লোকমান হোসেনের সমর্থক হারুন মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন