শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পাঠদান চলছে খোলা আকাশের নিচে

প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বৈশাখী ঝড়ে বিধ্বস্ত বিদ্যালয় আজও মেরামত হয়নি
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা

সুন্দরগঞ্জ উপজেলায় কাল বৈশাখী ঝড়ে বিধ্বস্ত উত্তর মরুয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় আজও মেরামত না করায় খোলা আকাশের নিচে চলছে পাঠদান কার্যক্রম। ২ মাস পার হলেও প্রশাসনের মাথা ব্যথা নেই বিদ্যালয় ভবনটি সংস্কারের। জানা গেছে, ১৯৯২ সালে উত্তর মরুয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এলজিইডির তত্ত্বাবধানে ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে আধাপাকা চৌ-চালা টিনশেড স্কুল ঘর নির্মিত হয়। নির্মাণের পর থেকে ঘরটি মেরামত না করায় গত ২৮ মে কাল বৈশাখী ঝড়ে স্কুল ঘরটির টিনের চাল উড়ে যায়। সেই থেকে স্কুল ঘরটি লেখাপড়া করার অযোগ্য হয়ে পড়ে। যার কারণে বাধ্য হয়ে খোলা আকাশের নিচে চলছে পাঠদান কার্যক্রম। কোমলমতি শিক্ষার্থীরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজেই পাঠদান গ্রহণ করছে। মেঘ দেখলেই শিক্ষার্থীরা বই খাতা গোছগাছ শুরু করেন। এ নিয়ে প্রধান শিক্ষক মাহবুবা খাতুন জানান, বিদ্যালয়ে ৩৫০ জন শিক্ষার্থী, ৬ জন শিক্ষক ও ১ জন কর্মচারী নিয়ে ৩ কক্ষ বিশিষ্ট ১টি ভবনে গাদাগাদি করে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। ঘরটি মেরামতের জন্য বহুবার উপজেলা শিক্ষা অফিসারের নিকট আবেদন করা হলেও কোন ব্যবস্থা গৃহীত হয়নি। উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম জানান, সময়মত ভবন নির্মাণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন