দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা
দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় তালাকপ্রাপ্ত স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ সুমাইয়া খাতুন (২৪) আহত হওয়ার ঘটনায় অবশেষে শুক্রবার রাতে থানায় মামলা দায়ের হয়েছে। থানায় দায়েরকৃত মামলার সূত্রে জানা গেছে, কাহালু উপজেলা নিয়ামতপুর গ্রামের আকমল হোসেন আকন্দের মেয়ে সুমাইয়া খাতুন (২৪) এর সাথে তালোড়ার বাঁশোপাতা গ্রামের আব্দুল মালেক খন্দকার ওরফে ঘুটু এর পুত্র সারোয়ার হোসেনের পরিবারের অনুমতি না নিয়েই রেজিস্ট্রিবিহীন বিয়ে হয়। পরে সুমাইয়া খাতুন রেজিস্ট্রিমূলে বিয়ে করার চাপ দিলে সারোয়ার হোসেন দ্বিমত পোষণ করে এবং একপর্যায়ে তাদের মধ্যে ছাড়াছাড়ি হলে সে তার বাবার বাড়িতে চলে আসে। ঘটনার দিন গত বৃহস্পতিবার বিকালে সুমাইয়া খাতুন তার মা ও চাচির সাথে ভ্যানযোগে নানীর বাড়িতে যাবার সময় দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বেলঘড়িয়া নামক স্থানে পৌঁছিলে সারোয়ার হোসেন তাদের পথ রোধ করে সুমাইয়াকে জোরপূর্বক নিয়ে যাবার চেষ্টা করে। সুমাইয়া তাতে সম্মত না হলে তাকে কোমরের দুই পাশে ছুরিকাঘাত করে। রক্তাক্ত জখম হয়ে সুমাইয়া মাটিতে পড়ে যায়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামি সারোয়ার হোসেন বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে দৌঁড়ে পালিয়ে যায়। গৃহবধূ সুমাইয়া খাতুন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম মামলা গ্রহনের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার একমাত্র আসামীকে গ্রেফতারের জোর তৎপরতা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন