শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

দশমিনায় শোকসভাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ আহত ৫

প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

দশমিনা (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা

১৫ আগস্ট উপলক্ষে শোকসভায় পটুয়াখালীর দশমিনায় আবদুর রসিদ তালুকদার সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের দু’গ্রুপে গতকাল শনিবার বেলা ১১টায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৫ ছাত্রনেতা আহত হয়। ২৪ ঘন্টায় ঘটনার সুরাহা না পেলে উপজেলা আওয়ামী লীগের সকল কর্মসূচি বর্জন করার হুঁশিয়ারি দেয় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এড. নিয়াজ মোর্শেদ রোমান। জানা যায়, আবদুর রসিদ তালুকদার সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগ জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শনিবার কলেজ মিলনায়তনে শোকসভার আয়োজন করে। শোকসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ আজিজ মিয়া, সাধারণ সম্পাদক এড. সিকদার গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের ১ম যুগ্ম আহ্বায়ক শাহিন আলম সেরনিয়াবাতসহ উপজেলা আওয়ামী লীগ-অঙ্গসংগঠন ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় কলেজ ছাত্রলীগের সভাপতি অমি খান গ্রুপ ও পাল্টা কমিটির আহ্বায়ক রুবেল মহল্লাদার গ্রুপে বক্তব্য দেয়া নিয়ে বিবাদ দেখা দেয়। কলেজ সড়কে সংঘর্ষে আহত হয় নাহিদ, রুবেল, হেমায়েত, মাঈনুল ও ইশান স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ওই বিবাদের ঘটনায় শোকসভা প- হয়ে যায়। শোকসভা প- হওয়ার ঘটনায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এড. নিয়াজ মোর্শেদ রোমান সুষ্ঠ তদন্তসহ ২৪ ঘণ্টার মধ্যে সুরাহা দাবি করে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে। অন্যথায় উপজেলা আওয়ামী লীগ ঘোষিত সকল কর্মসূচি বর্জন করার হুঁশিয়ারি দেয়। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ আজিজ মিয়া বলেন, কলেজের ঘটনা আমাদের অভ্যন্তরীণ, অচিরেই সমস্যার নিরসন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন