দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা
বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে অপহরণ করে হত্যা মামলার ১৫ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামি মুসা (৩০)-কে গ্রেফতার করেছে। মুসা বেলহালী গ্রামের তফের আলীর পূত্র। একই রাতে পুলিশ ১৭ পিস ইয়াবা সহ উপজেলার তালুচ পশ্চিম পাড়ার মৃত আবুল হোসেনের পুত্র ফিরোজ হোসেন (২৪) ও বেড়াগ্রামের আব্দুল খালেকের পুত্র মন্টু মিয়া (২৫)-কে আটক করে। অপরদিকে গতকাল শনিবার পুলিশ শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেলহালী গ্রামের মৃত হাজী সাব্বাস আলীর পুত্র আব্দুর রাজ্জাক ওরফে কিনা (৪৫) কে গ্রেফতার করেছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম সাজাপ্রাপ্ত, পলাতক ও শিশু ধর্ষণ মামলার আসামিসহ ৪ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবাসহ আটক ২ আসামির বিরুদ্ধে থানায় ওই রাতেই মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আটককৃতদের গতকাল শনিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন