সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কীর্তিনাশায় তীব্র ভাঙন

ঝুঁকিতে শরীয়তপুরের সড়ক ও সেতু

মো. হাবিবুর রহমান হাবীব, শরীয়তপুর থেকে | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২০, ১২:০৩ এএম

কীর্তিনাশা নদীর ১০ স্থানে ভাঙন দেখা দিয়েছে। যার ফলে ঝুঁকিতে পড়েছে সড়ক ও সেতু। সরেজমিনে গতকাল শরীয়তপুর সদর উপজেলার পূর্ব কোটাপাড়া এলাকায় কীর্তিনাশা নদীতে এ ভাঙন দেখা যায়। ঢাকা-শরীয়তপুর সড়কের কোটাপাড়া সেতুটিও ভাঙনের ঝুঁকিতে পড়ায় উদ্বিগ্ন এলাকারবাসী। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কীর্তিনাশা নদীর ১০টি স্থানে বালুভর্তি জিও ব্যাগ ফেলছে।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্র জানায়, পদ্মা নদীর নড়িয়া থেকে কীর্তিনাশা নদীর প্রবাহ শুরু। নড়িয়া ও সদর উপজেলার ওপর দিয়ে নদীটি মাদারীপুর সদরের রাজারচর এলাকায় আড়িয়াল খাঁ নদীতে গিয়ে মিলিত হয়েছে। নড়িয়া ও সদর উপজেলার ৮টি স্থানে এ বছর কীর্তিনাশা নদীতে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে নড়িয়ার বৈশাখীপাড়া, পাঠানা বাড়ি, ভোজেশ্বর, চান্দনী, শরীয়তপুর সদরের পূর্ব কোটাপাড়া, কোটাপাড়া বাজার, চর ডোমসার, রাজগঞ্জ, চর স্বর্ণ ঘোষ ও দাদপুর এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদাররা। গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে পুনরায় পানি বৃদ্ধি পেয়েছে। ওই পানির চাপ ও স্রোত বেড়েছে কীর্তিনাশায়। ভাঙন কবলিত ওই স্থানগুলো ঝুঁকিতে পড়েছে। সদরের কোটাপাড়া এলাকায় আবার ভাঙন শুরু হয়েছে। পূর্ব কোটাপাড়া-প্রেমতলা সড়কটির কিছু অংশ ভাঙনে বিলীন হয়েছে। ভাঙনের কারণে ঝুঁকিতে পড়েছে ঢাকা-শরীয়তপুর সড়কের কীর্তিনাশা নদীতে থাকা কোটাপাড়া সেতুটি।
ভাঙন প্রতিরোধে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে। পূর্ব কোটাপাড়া-প্রেমতলা সড়কের এক পাশ নদীতে বিলীন হয়ে গেছে। ঝুঁকি নিয়ে ওই ভাঙা সড়ক দিয়ে যানবাহন চলছে। ভাঙনের ওই স্থান থেকে ২০০ মিটার দূরত্বে ঢাকা-শরীয়তপুর সড়ক। সড়কের ওই স্থানে রয়েছে ১১০ মিটার দৈর্ঘ্যরে কোটাপাড়া সেতু।
পূর্ব কোটাপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, এ এলাকায় নদী ভাঙন ছিল না। দুই বছর ধরে অল্প অল্প করে ভাঙন শুরু হয়েছে। এ বছর ভাঙনে জমি ও সড়কের অংশ বিলীন হয়েছে। এখন আবার ভাঙনে সড়কের অংশ বিলীন হওয়ায় সবাই ভয়ের মধ্যে আছে। ভাঙনের ঝুঁকিতে পড়েছে ঢাকায় যাতায়াতের সড়কের একটি বড় সেতু। একই এলাকার বাসিন্দা রাকিব হোসেন বলেন, দীর্ঘদিন থেকে নদীর তীরে বাজার। কখনো ভাঙনের আতঙ্ক ছিল না। এ বছর হঠাৎ বাজারের অংশে নদীতে ভাঙন দেখা দিয়েছে। বালুর বস্তা ফেলা হয়েছে, তাতে টিকবে বলে মনে হয় না। বিষয়টি নিয়ে সবাই উদ্বিগ্ন।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, কীর্তিনাশা নদীর ভাঙন স্থায়ীভাবে বন্ধ করার জন্য একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ৪৩০ কোটি টাকার ওই প্রকল্পটি পানিসম্পদ মন্ত্রণালয় যাচাই-বাছাই শেষ করেছে। অনুমোদনের জন্য এখন প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, কীর্তিনাশার যে স্থানগুলোতে ভাঙন দেখা দিয়েছে, সেখানে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় এখন আবার ভাঙন দেখা দিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন