রানীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা
রানীশংকৈলে সীমান্তে নাগরনদীতে এক শিশুর লাশ তলিয়ে যাওয়ার খটনা ঘটেছে। ২ দিন যাবৎ জেলে ডুবারুদিয়ে অনেক চেষ্টা করা হচ্ছে এখন পর্যন্ত তাকে পাওয়া যাচ্ছে না। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ধর্মগড় সীমান্তের ৩৭২ মেইন পিলার থেকে প্রায় ৭ গজ দূরে নাগরনদীতে গত শনিবার বিকেল সাড়ে ৩টায় স্কুল থেকে আসার পথে ৬বন্ধ গোসল করতে নামে। পরে ৫ বন্ধু গোসল করে উপরে উঠে যায়। ১ বন্ধুকে খুঁজে পায়নি তারা। জানা গেছে, ভরনিয়া গ্রামের মিন্টুর ছেলে নবম শ্রেণীর ছাত্র সোহেল (১৪) সহ ৬ বন্ধু ভরনিয়া স্কুল থেকে বাড়ী যাওয়ার সময় নাগরনদীতে গোসল করতে যায়। এ সময় ৬ বন্ধু সাতার কাটতে গিয়ে একবন্ধু নদীতে ডুবে যায়। পরে নদীতে জেলে, ডুবারিসহ অনেক লোকজন তাকে খোঁজাখুঁজি করেছে এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন