রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেয়ায় এক হোটেল মালিককে লোহার রড় দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে মাদক ব্যবসায়ীরা। এ সময় মাদক ব্যবসায়ীরা তাকে শ্বাসরোধ্য করে হত্যার চেষ্টা চালায় এবং তার সাথে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনাটি ঘটেছে, গতকাল রোববার সকালে উপজেলার গোলাকান্দাইল ৫নং ক্যানেল এলাকায়। প্রত্যক্ষদর্শী ও মামলার মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার গোলাকান্দাইল ৫নং ক্যানেল এলাকার মাদক স¤্রাট রেজাউল ওরফে ফেন্সি রেজাউল, আবুল হোসেন, রেজিয়া বেগম, নাগেরবাগ এলাকার মফিজ মিয়াসহ ৭/৮ জন মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গতকাল রোববার সকালে গোলাকান্দাইল ৫নং ক্যানেল এলাকার ভাতের হোটেলের মালিক রাকিব হাওলাদার তাদের মাদক ব্যবসায় বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মাদক স¤্রাট রেজাউল ওরফে ফেন্সি রেজাউল, আবুল হোসেন, রেজিয়া বেগম, মফিজ মিয়াসহ ৭/৮ জন মাদক ব্যবসায়ী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হোটেল মালিক রাকিব হাওলাদারের উপর হামলা চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা হোটেলের মালিক রাকিব হাওলাদারকে লোহার রড় দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং শ্বাসরোধ্য করে হত্যার চেষ্টা চালায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত হোটেল মালিক রাকিব হাওলাদারের ভাই হাবিবুর রহমান হাওলাদার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন