আজ মঙ্গলবার চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী এম এ শুক্কুর পাটোয়ারী।
তার নেতাকর্মীদের হুমকি-ধমকি, অশ্রাব্য গালাগাল, এলাকা ছাড়ার হুমকি, নির্বাচনী কর্মকান্ডে বাধা প্রদানের অভিযোগ করে নির্বাচন বয়কটের ঘোষণা দেন সাবেক এ উপজেলা চেয়ারম্যান। জানা যায়, নির্বাচনী প্রচার প্রচারণার শেষ দিন গত রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে চেয়ারম্যান প্রার্থী এম এ শুক্কুর পাটোয়ারী নির্বাচন বয়কটের ঘোষণা দেন। শারীরিক অসুস্থতার কারণেও তিনি কয়েকদিন ধরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন