বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কটের ঘোষণা সাংবাদিকদের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০২১, ১২:০৯ পিএম

দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্তা করে গ্রেফতারের প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কটের ঘোষণা দিয়েছে সাংবাদিকরা। আজ মঙ্গলবার (১৮ মে) সকালে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সাধারণ সম্পাদক শামীম আহমেদ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, ‘দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্য রোজিনা ইসলামকে হেনস্তা করে গ্রেফতারের প্রতিবাদে আজকের (মঙ্গলবার) ৯স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত বেলা ১১টার সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী কর্মসূচি কার্যনির্বাহী কমিটির আজকের জরুরি সভা থেকে ঘোষণা করা হবে। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করছে বিএসআরএফ।’

এর আগে সাংবাদিক রোজিনা ইসলামের বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ বেলা ১১ টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিং করা কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Hm omur faruk ১৮ মে, ২০২১, ২:৫১ পিএম says : 0
জেগে উঠো সাংবাদিক ভাইরা,জনগণের পাশে থাক।অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হও।জনগন তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।
Total Reply(0)
Hm omur faruk ১৮ মে, ২০২১, ২:৫২ পিএম says : 0
জেগে উঠো সাংবাদিক ভাইরা,জনগণের পাশে থাক।অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হও।জনগন তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।
Total Reply(0)
এনামুল হক ১৯ মে, ২০২১, ৬:২৯ এএম says : 0
সকল অনিয়ম ও দুর্নীতি সাহসিকতার সাথে তুলে ধরা উচিত। সবাই ভয়ে কলম বন্ধ রাখলে দুর্নীতি আরো বেড়ে যাবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন