শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নেত্রকোনা প্রেসক্লাবকে প্রেস কাউন্সিলের বই প্রদান

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক নেত্রকোনা জেলা প্রেসক্লাবকে বঙ্গবন্ধু, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক ৪০টি বিভিন্ন লেখকের বই প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হল রুমে বই প্রদান অনুষ্ঠান ও ভার্চুয়াল মত বিনিময় সভার আয়োজন করা হয়। জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাড. আব্দুল হান্নান রঞ্জনের সভাপতিত্বে সম্পাদক শ্যামলেন্দু পালের সঞ্চালনায় এ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
সভায় তৃণমূল পর্যায়ের সাংবাদিকগণ বলেন, বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে কাজ করি তা তুলে ধরেন। তারা আরও বলেন, নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি এবং মানমর্যাদা রক্ষাকল্পে ওয়েজ বোর্ড অনুযায়ী মফস্বল সাংবাদিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করারও জোর দাবি জানান। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ তার বক্তব্যে মফস্বল সাংবাদিকদের এ সকল সমস্যা সমাধানে প্রশিক্ষণ কর্মশালার আয়োজনসহ মিডিয়ার মালিক ও সম্পাদকদের সাথে কথা বলার আশ্বাস প্রদান করেন। এছাড়াও ভার্চুয়াল মত বিনিময়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ্ আলম, সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি লেখক ও সাংবাদিক মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, অ্যাড. হাবিবুর রহমান, এম ফখরুল হক, এ কে এম আব্দুল্লাহ্, এম মুখলেছুর রহমান খান, দিলওয়ার খান, আনিছুর রহমান, সুজাদুল ইসলাম ফারাস, আলপনা বেগম ও আনিসুর রহমান প্রমুখ। বই প্রদান অনুষ্ঠানে ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের পেশকার অর্জুন কুমার রায়, অফিস সহায়ক মো. জিল্লু মিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন