ফরিদপুর জেলা সংবাদদাতা
উপজেলার দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রামের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ মামলার আসামির দুই ছেলে ওই মামলার এক সাক্ষীক প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিতার মামা লোকমান মোল্যা হুমকি দেয়ার বিষয়টি থানা পুলিশকে গত রোববার অবহিত করে। এ ব্যাপারে লোকমান মোল্যা সাংবাদিকদের জানান, তার স্ত্রী শাপলা বেগম (২৫) মামলার অন্যতম সাক্ষী। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে তার প্রতিবেশী ধর্ষণ মামলার আসামি জালাল মোল্যার দুই ছেলে ইদ্রিস মোল্যা (৩০) ও ছিদ্দিক মোল্যা (৩৩) মামলায় সাক্ষী দিলে খুন করে ফেলবে বলে হুমকি দিয়েছে। তিনি বিষয়টি গত রোববার মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবুল হোসেনকে অবহিত করে নিরাপত্তা চেয়েছেন। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে এসআই আবুল হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। হুমকি দেয়া প্রসঙ্গে ছিদ্দিক মোল্যা মোবাইলে জানান, আমার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করছে। আমরা শান্তিতে না থাকলে অন্য কেউ শান্তিতে থাকতে পারবে না বলে বলেছি। লোকমান মোল্যারা আমার নিকটাত্মীয়। এখানে প্রাণনাশের হুমকি দেয়ার প্রশ্নই আসে না। উল্লেখ্য, গত শুক্রবার ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রীর বাবা থানায় জালাল মোল্যার নামে মামলা দিলে শনিবার পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন