শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ

নাইক্ষ্যংছড়িতে রোহিঙ্গা কিশোর নিহত

মো. সাদত উল্লাহ, বান্দরবান থেকে | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে স্থলমাইন বিষ্ফোরণে মো. জাবের (১৩) নামে এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে। সে কক্সবাজারের উখিয়ার কুতুপালং লাম্বাশিয়া শিবিরে মো. এমদাদ হোসেন ছেলে। গতকাল শনিবার দুপুর ২টার সময় নাইক্ষ্যংছড়ির রেজু আমতলী সীমান্তে এ ঘটনা ঘটে। 

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ির রেজু আমতলী সীমান্ত এলাকার বিপরীতে সীমান্ত পিলার ৪০ হতে আনুমানিক ১০০ গজ মায়ানমারের অভ্যন্তরে কিছু সংখ্যক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক মাছ ধরার উদ্দেশ্যে মায়ানমারে প্রবেশ করে। মাছ ধরা শেষে একই স্থান দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় স্থলমাইন বিষ্ফোরণে মো. জাবের ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। পরে তার সাথে থাকা কয়েক জন লোক কাপড়ে মোড়ানো অবস্থায় কাঁধে করে একটি বস্তু নিয়ে আসতে দেখে বিজিবি টহলদল তাদের তল্লাশী করলে কাপড়ে মোড়ানো বস্তুটি খুলে একটি ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়।
এসময় বিজিবি লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশের সহযোগিতায় কক্সবাজার হাসপাতালে প্রেরণ করেছেন।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাইন বিস্ফোরণে নিহত রোহিঙ্গার পা ওড়ে গেছে, তার লাশ উদ্ধার করা হয়েছে। এখন আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন