জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) থেকে
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী সড়কের চরম দুরাবস্থায় এলাকাবাসী বিপাকে পড়েছে। এক বছর আগে রাস্তাটি খুঁড়ে রাখলেও কাজ না করায় সড়কটি হাঁটু পানিতে তলিয়ে গেছে। কলিমাখালী চৌরাস্তা থেকে কলিমাখালী স্লুইস গেট পর্যন্ত প্রায় ২ কিঃমিঃ সড়কটি এলাকাবাসীর যাতয়াতের একমাত্র পথ। এই সড়ক দিয়ে এলাকার মানুষের পাশাপাশি কলিমাখালী ফাজিল মাদরাসা, কলিমাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮ম শ্রেণিতে উন্নীত) ও নসিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ বিভিন্ন মৎস্যসেট ও বাজারের প্রয়োজন মিটাতে মানুষ যাতয়াত করে থাকে। সড়কটি ইটের সোলিং করা ছিল। প্রায় এক বছর আগে সড়কটি কার্পেটিং করার নামে ইটের সোলিং এর ইট উঠিয়ে ফেলান হয়। তখন ঘোষণা ছিল ৮-১১-১৫ থেকে ৮-১১-১৬ তারিখের মধ্যে কাজ শেষ হবে। ঠিকাদার মাহফুজুর রহমান শ্রমিক লাগিয়ে রাস্তার ইট খুঁড়ে উঠিয়ে নেয়ার পর কিছু অংশে বালি ফেলানোর পর অজ্ঞাত কারণে কাজ বন্ধ হয়ে যায়। কাজ আর শুরু করা হয়নি। বর্তমানে রাস্তার উপরে কোথাও কোথাও হাঁটু পানিতে ভরে আছে। কোথাও কোথাও ব্যাপক কাদায় ভরে আছে। ফলে ছাত্রছাত্রীসসহ সর্বস্তরের মানুষকে হাঁটু পানি ঠেলে কিংবা কর্দমাক্ত অবস্থায় পথে চলাচল করতে হচ্ছে। এব্যাপারে এলাকাবাসী ঊর্র্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন