বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বিদ্যালয়ের কক্ষ ও জমি দখলের অভিযোগ

প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা

রংপুরের পীরগঞ্জ উপজেলার ভে-াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ ও জমি জোরপূর্বক দখলের অভিযোগ করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থার দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে জানা যায়, ভে-াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ভে-াবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় অবস্থিত। গত বছরের ১০ জুলাই ভে-াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি ভে-াবাড়ি ইউপি চেয়ারম্যান মন্জুর হোসেন ম-ল তাদের ভাড়াটে লোকজন দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় অফিসকক্ষের বারান্দায় সরকারি অর্থে নির্মাণকৃত কক্ষ ভেঙে গুঁড়িয়ে দেয় এবং স্টিলের দরজা, জানালা, ইট, কাঠ নিয়ে যায়। এ ব্যাপারে প্রধান শিক্ষক আব্দুস সালাম তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তপক্ষকে অবহিত করেন। এদিকে গত ৯ আগস্ট আবারো একই ব্যক্তিবর্গ ওই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের পাশ দিয়ে পানির পাইপলাইন স্থাপনের জন্য খননকাজ শুরু করে। এতে প্রধান শিক্ষকসহ অন্য কর্মরত শিক্ষকরা বাধা প্রদানসহ নানা ধরনের হুমকি-ধমকি দেয়। একপর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়টির নিজস্ব জমি বেদখল ও শিক্ষার পরিবেশ বিঘিœত হওয়ার আশঙ্কায় প্রধান শিক্ষক আব্দুস সালাম সংশ্লি­ষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন