মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুরে পিতার হাতে রাজু নামে এক শিশু সন্তান খুন হয়েছে। পুলিশ ঘাতক পিতাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে ও নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। জানা যায়, গত ১৩ আগস্ট বিকালে বাড়ীর পাশে খেলা করছিল উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা গ্রামের আব্দুল বারেকের শিশুপুত্র রাজু (৪)। খেলারত অবস্থায় তার পিতা আব্দুল বারেক ঝাড়ু দিয়ে আঘাত করলে সে গুরুতরভাবে আহত হয়। অবস্থা বেগতিক দেখে তাকে ঢাকায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে নিহতের মা ছালমা বেগম বাদী হয়ে ঘাতক আব্দুল বারেককে আসামি করে মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন