শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পানি নেমে গেলেও ব্যাহত পাঠদান

প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা

টানা ২১ দিন পানিবন্দি ছিল রাজবাড়ীর পাঁচ উপজেলার ৯টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ, বন্ধ ছিল ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠান। পানিবন্দি থাকায় বিদ্যালয়গুলোতে পাঠদান ব্যাঘাত ঘটেছে। পানি নেমে গেলেও শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস রুমগুলোতে রয়েছে কাদা-মাটি আর বিশুদ্ধ পানির অভাব। রাজবাড়ীর জেলা শিক্ষা কর্মকর্তা পরামর্শ দিচ্ছেন অতিরিক্ত ক্লাস নিয়ে ক্ষতি পুষিয়ে দেয়ার। জেলা সদরের চর জৌকুড়ি উচ্চ বিদ্যালয়টি পানিবন্দি ছিল ১৫ দিন। পানি নেমে গত শনিবার থেকে আবার শুরু হয়েছে পাঠদান। পাঠদান শুরু হলেও এখনও রয়েছে ক্লাস রুমে কাদা-মাটি আর দুর্গন্ধ। এতে বিদ্যালয়ের উপস্থিতি অর্ধেকে নেমে এসেছে। বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা জানায়, দীর্ঘদিন পানিবন্দি থাকায় বন্ধ ছিল বিদ্যালয়। এতে তাদের পড়াশোনার ক্ষতি হয়েছে। তাছাড়াও বিদ্যালয়ে আসতে ও যেতে সড়কে রয়েছে পানি ও কাদা। এতে তাদের জামাকাপড় ও বইখাতা নষ্ট হচ্ছে। তাছাড়া বিদ্যালয়ে ১টি মাত্র টিউবওয়েল, যা ১৫ দিন পানিতে তলিয়ে ছিল। এতে তারা বিশুদ্ধ পানি পান করতে পারছে না। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বিদ্যালয়ের নোংরা পরিবেশ আর আসা-যাওয়া ভাল ব্যবস্থা না থাকায় বিদ্যালয়ের ৩শ’ ৯০ ছাত্রছাত্রীর মধ্যে উপস্থিত মাত্র ২শ’ ৫০ জন। তাছাড়া নদীতে বেশ কিছু বাড়ি ঘর ভেঙে যাওয়ায় ছাত্রছাত্রীর সংখ্যাও কমে গেছে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন পানিবন্দি থাকার কারণে তারা নানা প্রকার পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া কোন প্রকার ওষুধ ও পরামর্শ না পাওয়ারও অভিযোগ করে তারা। জেলা শিক্ষা অফিসার জানান, বন্যার কারণে রাজবাড়ী জেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয় পানিবন্দি ছিল। এতে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটেছে। এর মধ্যে ওই বিদ্যালয়গুলোতে অতিরিক্ত ক্লাস নিয়ে ক্ষতি পুষিয়ে দেয়ার পরামর্শ প্রদান করা হয়েছে। রাজবাড়ী জেলায় ২১ দিনের বন্যায় ২২টি প্রাথমিক বিদ্যালয় ১১টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন