শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আরিচার যমুনায় র‌্যাবের অভিযানে জাল-নৌকা ধ্বংস

আরিচা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২০, ১২:১৬ পিএম | আপডেট : ১:১৫ পিএম, ২৬ অক্টোবর, ২০২০

শিবালয় উপজেলার আলোকদিয়া চরাঞ্চলে গতকাল সোমবার ভোরে র‌্যাব-৪ অভিযান চালিয়ে ২ লাখ ঘনমিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ইঞ্জিন চালিত ১০টি নৌকাসহ বিভিন্ন উপকরণ আটক ও ধ্বংস করে। র‌্যাব-৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান, কোম্পানী কমান্ডার মেজর আদনান, উপজেলা মৎস অফিসার রফিকুল আলম উপস্থিত ছিলেন। উপজেলা মৎস অফিসার জানান, পদ্মা-যমুনায় নিষিদ্ধ সময়ে মা’ ইলিশ নিধন রক্ষায় অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। আরিচার অদূরে যমুনার চরাঞ্চলে অভিযানের এক পর্যায়ে চোরা শিকারীরা নৌকা-জাল ইত্যাদি ফেলে পালিয়ে গেলে জব্দকৃত প্রায় ৫০ লাখ দামের উপকরণ আরিচা ৩নং ঘাটে এনে পুড়িয়ে ও ডুবিয়ে ধ্বংস করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন