মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অনৈতিকতার প্রকাশ ঘটিয়েছে : তুরস্ক

এবার এরদোগানের বিতর্কিত কার্টুন শার্লি এবদোতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানের মুখপাত্র ইব্রাহীম কালিন বলেছেন, ফরাসি সাময়িকীতে এরদোগানের কার্টুন প্রকাশের মাধ্যমে তারা নিজেদের ইতরামি ও অনৈতিকতার প্রকাশ ঘটিয়েছে। বুধবার এরদোগানকে বিদ্রচপ ও তাচ্ছিল্য করে কার্টুন ছেপেছে শার্লি এবদো নামের ওই সাপ্তাহিক পত্রিকা। এ ঘটনার নিন্দা জানিয়ে কালিন বলেন, কোনো ধর্ম, পবিত্রতা ও মূল্যবোধের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। তিনি আরও বলেন, ব্যক্তিগত অধিকারের প্রতি আঘাত কোনো রসিকতা কিংবা বাকস্বাধীনতা হতে পারে না। এ ঘটনাকে সাংস্কৃতিক বর্ণবাদ ও ঘৃণা বিস্তারের বিরক্তিকর চেষ্টা আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন শীর্ষ তুর্কি কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য মিলেছে। খবরে বলা হয়, ইসলাম ও মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিজনক ব্যঙ্গচিত্র নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলেছে ফ্রান্সের ব্যঙ্গ ম্যাগাজিন শার্লি এবদো। বুধবার তাদের নতুন সংখ্যার প্রচ্ছদ ছবিতে এবার তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে তারা। মঙ্গলবার রাতে অনলাইনে ওই প্রচ্ছদ ছবি প্রকাশ করা হয়। খবর উইওনের। শার্লি এবদোর এমন প্রচ্ছদ প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তুরস্ক। এরদোগানের শীর্ষ প্রেস উপদেষ্টা ফেহরেত্তিন আলতুন এক টুইট বার্তায় লিখেছেন, সাংস্কৃতিক বর্ণবাদ এবং বিদ্বেষ ছড়িয়ে দেয়ার সবচেয়ে ঘৃণ্য প্রচেষ্টা হিসেবে আমরা এই প্রকাশনার নিন্দা করি। তিনি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর মুসলিম বিরোধী এজেন্ডা ফল দিচ্ছে! আমাদের প্রেসিডেন্টের ঘৃণ্য ছবি দিয়ে তথাকথিত কার্টুন সিরিজ প্রকাশ করেছে শার্লি এবদো। মতপ্রকাশের অধিকার ব্যাখ্যা করতে গিয়ে মহানবী (সা.) এর কার্টুন দেখিয়ে হত্যাকাÐের শিকার হন ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটি। এ ঘটনায় এরদোগান, ম্যাখোঁ ও অন্যান্য ইউরোপীয় নেতাদের মধ্যে বাকযুদ্ধের মধ্যেই এ ধরনের ব্যঙ্গচিত্র প্রকাশ করলো শার্লি এবদো। ওই হত্যাকাÐের আগেই গ্রিস এবং আর্মেনিয়া ও আজারবাইজানের সংঘাত নিয়ে সম্পর্ক খারাপ হতে শুরু করে এরদোগান ও ম্যাখোঁর মধ্যে। তবে সবশেষ ইসলাম বিদ্বেষীয় মনোভাব ও শার্লি এবদোর পক্ষে অবস্থান নেয়ায় ম্যাখোঁর ‘মানসিক চিকিৎসা’ দরকার বলে মন্তব্য করেন এরদোগান। এরপরই এরদোগানের বিতর্কিত কার্টুন এগিয়ে ম্যাখোঁর সমর্থনে এগিয়ে এলো শার্লি এবদো। এর আগে মুহাম্মদ (সা.) এর বিতর্কিত কার্টুন আঁকাকে কেন্দ্র করে ২০১৫ সালে ম্যাগাজিনটির অফিসে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়। উইওন। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, এবদোর বুধবার সবশেষ সংখ্যার প্রচ্ছদ পাতায় এরদোগানের ব্যঙ্গচিত্র হাজির করা হয়েছে। ফ্রান্সে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক এক ক্লাসে মহানবী মোহাম্মদ (সা.)-এর কার্টুন দেখানোর কারণে শিক্ষককে হত্যার ঘটনায় ফ্রান্সজুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ‘মৌলবাদী ইসলাম’র বিপরীতে দেশের ধর্মনিরপেক্ষ ম‚ল্যবোধ সমুন্নত রাখার পক্ষে জোরালো অবস্থান নেন।‘ ফ্রান্স ব্যঙ্গচিত্র দেখানো বন্ধ করবে না’ বলেও জানান তিনি। এ ঘটনাকে ‘বিশ্বাসের স্বাধীনতার’ প্রতি অশ্রদ্ধা প্রদর্শন ও ফ্রান্সের লাখ লাখ মুসলিমকে অবজ্ঞা করার সামিল বলে মন্তব্য করেন এরদোগান। বলেন, ম্যাখোঁর মানসিক চিকিৎসা দরকার। বিরোধের জেরে জনগণের প্রতি ফরাসি পণ্য বর্জনের ডাক দেন তিনি। মঙ্গলবার শার্লি এবদোর সবশেষ সংখ্যা অনলাইনে প্রকাশ করা হয়। এর প্রচ্ছদে প্রকাশিত ছবিতে দেখা যায়, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান একটি সাদা টি-শার্ট এবং অন্তর্বাস পরে বসে আছেন। পাশে হিজাব পরিহিত এক নারী মদের পসরা সাজিয়ে অর্ধ-নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছেন। কার্টুনচিত্রের টাইটেলে বলা হয়, ‘এরদোগান : একান্তে তিনি খুবই মজার’। রয়টার্স, এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
আমি বিদ্রুহী ২৯ অক্টোবর, ২০২০, ১:৪৬ এএম says : 0
এরদোগানকে কার্টুন একেছে তা আমাদের সমস্যা নেই,,তবে আমাদের নবীকে নিয়ে যা করেছে তার জন্য ফ্রান্সের কোন কমা নেই
Total Reply(0)
আকলিমা খাতুন ২৯ অক্টোবর, ২০২০, ১:৪৬ এএম says : 0
ওরা যত যাই করুক ইসলাম কখনো মর্যাদা হারায় না বরং আরো মর্যাদাশালী হয়ে ওঠে।
Total Reply(0)
Nusrat Jahan Tamanna ২৯ অক্টোবর, ২০২০, ১:৪৬ এএম says : 0
কুকুর পায়ের মধ্যেই কামড়ায়, আর কুকুরের জায়গাও পায়ের নিচেই, ওদের অবস্থা ও সেম।
Total Reply(0)
জীবন রহমান ২৯ অক্টোবর, ২০২০, ১:৪৭ এএম says : 0
বাতিলের বিরুদ্ধে হক্ক কথা বললে বাঁধা আসবেই
Total Reply(0)
Md Abul Khair ২৯ অক্টোবর, ২০২০, ১:৪৭ এএম says : 0
ওরা শুধু কার্টুন ছাপিয়ে ব্যঙ্গ করতেই যানে।যদি ওদের এতো শক্তিই থাকে তাহলে আল্লাহু আকবর ধ্বনির সাথে লড়াইয়ের ডাক দিক।
Total Reply(0)
Umme Habiba ২৯ অক্টোবর, ২০২০, ১:৪৯ এএম says : 0
সবাই বেশি বেশি করে মূর্খ ইসলাম ফোবিয়া ম্যাক্রোর কার্টুন তৈরি করুন। তিনি কার্টুন অনেক পছন্দ করেন। তার কার্টুন চিত্র দেখলে ইসলাম ফোবিয়া ম্যাক্রো অনেক খুশি হবেন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন