শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ফুলপুরে দুই দলের টিকিট পেতে একাধিক সম্ভাব্য প্রার্থীর দৌড়ঝাঁপ

প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

মো. খলিলুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) : আর কিছু দিন পরই অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রথম ধাপেই ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচন হতে পারে। সে মোতাবেক চলতি মাসের মাঝামাঝি নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। এবার প্রথমবারের মতো চেয়ারম্যান পদে ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় মনোনয়ন ও প্রতীকে অনুষ্ঠিত হবে। নির্বাচন দলীয় প্রতীক নিয়ে অনুষ্ঠিত হওয়ায় আওয়ামী লীগ এবং বিএনপির নৌকা ও ধানের শীষ পাওয়ার জন্য সম্ভাব্য প্রার্থীরা মাঠের লড়াই শুরু করেছেন। ফুলপুর উপজেলার সর্বত্রই বইছে ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া। আগে থেকেই প্রার্থীরা নানা ধরনের পোস্টার-ফেস্টুন, ব্যানার ও লিফলেট দিয়ে আগাম প্রচারণা শুরু করেন। বর্তমানে দলীয় মনোনয়ন লাভে শীর্ষ নেতার আশীর্বাদসহ ভোটারদের মন জয় করতে সমর্থকদের নিয়ে শোডাউন শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। দলীয় মনোনয়ন পাওয়ার আশায় মাঠে ভুঁইফোড় প্রার্থীর বিচরণও কম নয়। অনেকে দলীয় মনোনয়নের তোয়াক্কা না করে ভোটারদের মন জয়ের চেষ্টায় গণসংযোগ করছেন। আবার অনেক প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ার আশায় নিজ নিজ দলের ইউনিয়ন, উপজেলা, জেলা ও কেন্দ্রের নেতাদের সঙ্গে সমান তালে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। ফুলপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী একাধিক সম্ভাব্য প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগ ও বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা বিগত দিনে দলের জন্য কাজ করেছেন, দুর্দিনে দলের পাশে রয়েছেন এমন ত্যাগী নেতাকর্মীদের এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ও প্রতীক দেয়া হবে। তাদের ধারণা, হাইব্রিড নামধারী নেতাকর্মীদের দলীয় মনোনয়ন দিলে ভরাডুবির সম্ভাবনাই বেশি থাকবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে প্রচরণায় আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেনÑ ১নং ছনধরা ইউনিয়নে আওয়ামী লীগ থেকে বর্তমান চেয়ারম্যান আবদুল কাইয়ুম, মো. উবায়দুল হক, আবুল কালাম আজাদ, নাজমুল আলম নয়ন, বেলায়েত হোসেন, সবুজ মিয়া, আবদুস ছালাম, বিএনপি থেকে আবু বক্কর সিদ্দিক, তারেক আহম্মেদ, সাবেক চেয়ারম্যান বজলুর রহমান হবি, মফিজুল ইসলাম, ২নং রামভদ্রপুর ইউনিয়নে আওয়ামী লীগ থেকে সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন দুদু, মোশাররফ হোসেন, রুস্তুম আলী আকন্দ ভুলন, বিএনপি থেকে বর্তমান চেয়ারম্যান মো. রোকনুজ্জামান রোকন, খালেদ মোশাররফ সোহাগ, ফিরোজ আহাম্মেদ পলাশ, সাবেক চেয়ারম্যান বজলুল হক আকন্দ, ৩নং ভাইটকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ থেকে বর্তমান চেয়ারম্যান নাজমুল ইসলাম রিপন, আবদুল করিম, মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, শাখাওয়াত হোসেন, আলাল উদ্দিন, সাইদুল ইসলাম, শাজাহান কবির, বিএনপি থেকে সাবেক চেয়ারম্যান আমিনুল হক বাবুল, আবদুল আহাদ মাস্টার, ৪নং সিংহেশ্বর ইউনিয়নে আওয়ামী লীগ থেকে গোলাম মোস্তফা খান বাবুল, আমজাদ হোসেন, সাইদুল ইসলাম চান, শাহ্ আলী, মোয়াজ্জেম হোসেন, আবদুস সালাম, বিএনপি থেকে বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম তালুকদার, ডা. আবদুল মোতালেব, ৫নং ফুলপুর ইউনিয়নে বিএনপি থেকে সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খোকা, মো. জাহাঙ্গীর আলম, মাদিউর রহমান মাহাদী, মো. আবুল কালাম, সোয়েবুর রহমান, আ’লীগ থেকে সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার, রেজাউল করিম রাসেল, কামরুল হাসান রানা, ৬নং পয়ারী ইউনিয়নে বিএনপি থেকে বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মফিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আবু মন্নাফ সরকার, ডা. শাহীনুর ইসলাম শাহীন, আ’লীগ থেকে মো. এনামুল কবির, আবদুল হেকিম, শাহারুল আলম, ৭নং রহিমগঞ্জ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান একরামুল হক পান্না চৌধুরী, সাবেক চেয়ারম্যান বিএনপির শামছুল আলম খান, আবু সাইদ সরকার, আ’লীগ নেতা সাবেক চেয়ারম্যান আবদুস সালাম আকন্দ, মুক্তিযোদ্ধা হানিফ শাহ্, সংগ্রাম, ৮নং রূপসী ইউনিয়নে বিএনপি থেকে সাবেক চেয়ারম্যান আবুল কালাম তালুকদার, আবুল কালাম আজাদ, বর্তমান চেয়ারম্যান শাকিল আহম্মেদ (দিপু), মোস্তাক সরোয়ার নিপুণ ফকির, সাইফুল ইসলাম শাজাহান, আ’লীগ থেকে সাবেক চেয়ারম্যান শাহ্ সুলতান ফকির, সাবেক চেয়ারম্যান আমির উদ্দিন সরকার, মিনহাজ উদ্দিন ভূইয়া, ৯নং বালিয়া ইউনিয়নে বিএনপি থেকে সাবেক চেয়ারম্যান আজাহারুল ইসলাম মোজাহিদ সরকার, রিকিম সরকার, নুরুল্লাহ পাঠান হাফিজ্জী, রফিকুল ইসলাম রতন, দেলোয়ার মাস্টার, আ’লীগ থেকে বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম, মোতালেব দেওয়ান, অ্যাডভোকেট মিজানুর রহমান তালুকদার, আনিস উদ্দিন বেগ, ইউনুছ আলী, জাতীয় পার্টির আলকাছ উদ্দিন, ১০নং বওলা ইউনিয়নে আ’লীগ থেকে বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন অর রশিদ, কাজী নাছিমুল গনি, ফরিদ উদ্দিন, বিএনপি থেকে সাবেক চেয়ারম্যান আবুল ফজল তালুকদার, ফজলুল হক ফকির, মোস্তাক আহমেদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন