বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চাটমোহর সদর সড়ক খানাখন্দে চলাচলে সীমাহীন দুর্ভোগ

প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

আফতাব হোসেন, চাটমোহর (পাবনা) থেকে

পাবনার চাটমোহর পৌর এলাকার রাস্তাঘাটের বেহাল দশা বিরাজ করছে। চলাচলে জনগণের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। শহরের রাস্তাগুলো ভেঙ্গেচুড়ে, খানাখন্দের কারণে পৌরবাসীর জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায়ই দুর্ঘটনায় পড়তে হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পথচারীদের। দীর্ঘদিন ওই রাস্তাসমূহের কোনো রকম সংস্কার বা মেরামত না করায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একুট বৃষ্টিতেই পানি জমে একাকার হয়ে যায়। চাটমোহর পল্লী বিদ্যুৎ অফিস হতে হাসপাতাল গেট পর্যন্ত সড়কের করুণ দশা। হাসপাতালে রোগী নেবার সময় রোগীর অবস্থা আরো করুণ হয়ে যায়। ওই সড়কে সুস্থ মানুষেরই চলাচলে দায় হয়ে পড়েছে। যে কোনো যানবাহনে চলাচলে যানবাহনের যেমন ক্ষতি তার চেয়ে বেশি ক্ষতিতে পড়ছেন যানবাহনের যাত্রীরা। কোমরসহ গোটা শরীর যানবাহনের ঝাঁকিতে ব্যথায় কাতর হতে হচ্ছে। যানবাহনেরও ক্ষতি হচ্ছে চরম। পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় বৃষ্টির পানিতে সড়কগুলোতে হাঁটু পানি জমে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন