নাঙ্গলকোট (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
কুমিল্লার নাঙ্গলকোটে আওয়ামী লীগ নেতা আলহাজ আব্দুল হক মজুমদারের বাড়ীতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার রায়কোট ইউপির কুকুরিখীল গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ আব্দুল হক মজুমদারের গ্রামের বাড়ী রায়কোট ইউনিয়নের কুকুরিখীল গ্রামে গতকাল মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়ীর সিড়ি রুমে রক্ষিত একটি পালসার মোটরসাইকেলে বাইর থেকে কলাপসিবল গেইটের ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যে মোটরসাইকেলের ট্যাংকি বিস্ফোরিত হয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ীতে ঘুমন্ত থাকা মহিলা ও শিশুরা আটকা পড়ে চিৎকার করতে থাকে। এক পর্যায়ে বাড়ীর লোকজন টের পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে দুর্বৃত্তরা বাড়ীর কাছারি ঘরে রক্ষিত অপর একটি মোটরসাইকেলেও আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এ ঘটনায় তাদের পরিবারে আতংক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন