স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে
চেক প্রতারণা মামলায় সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর আমলী আদালতের বিচারক হাবিবুল্লাহ মাহমুদের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করেন। মামলার বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ এখলেছার আলী জানান, ব্যবসায়িক লেনদেনের সূত্র ধরে সাতক্ষীরা শহরের ব্যবসায়ী মীর মাহমুদ আলী আবিরকে নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধের শর্তে ত্রিশ লাখ টাকার একটি চেক প্রদান করেন আলমগীর বিশ্বাস নামের অপর এক ব্যবসায়ী। কিন্তু টাকা পরিশোধ না করায় মীর মাহমুদ আলী আবির আদালতে চেক ডিজঅনারের মামলা করেন। এই মামলা চলমান অবস্থায় আসামিপক্ষের আইনজীবী আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু বাদিপক্ষের কাছ থেকে বিবদমান চেকটি দেখার জন্য নিয়ে আসামিপক্ষের কাছে তা মোটা অংকের টাকার বিনিময়ে দিয়ে দেন। এ বিষয়ে জেলা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দেন ব্যবসায়ী মীর মাহমুদ আলী আবির। বিষয়টি নিয়ে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ তিন দফা সালিসে বসেন। কিন্তু চেক ফেরত না দেয়ায় অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে প্রত্যয়নপত্র দেয় আইনজীবী সমিতি। এ ব্যাপারে আদালত বাদিপক্ষকে মামলা করার পরামর্শ দেন। এরপর বাদি ৪০৬ ও ৪২০ ধারায় অতিরিক্ত পিপিসহ তিনজনের নামে মামলা দায়ের করেন। ওই মামলায় গতকাল মঙ্গলবার ধার্যদিনে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন